নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশ ও জাতি গঠনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা অনস্বীকার্য। তার স্বল্প সময়ের শাসনকালে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ের যুগান্তকারী পদক্ষেপ দেশ ও জাতি গঠনে ঐতিহাসিক ভূমিকা রেখেছিল।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল আয়োজিত কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, সেনা ছাউনি থেকে জনগণ তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার তুলে দেন। জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার পেয়ে যে কয়টি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছিলেন তার মধ্যে শিক্ষা অন্যতম। তিনি অনুধাবন করেছিলেন জাতির ভিত মজবুত করতে শিক্ষার কোন বিকল্প নেই। সে কারণে প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে দেশের শিক্ষাবিদদের নিয়ে কর্মশালা করেছিলেন। বিনামূল্যে শিক্ষার পাশাপাশি অর্থের বিনিময় শিক্ষা কর্মসূচি চালু করেছিলেন। শিক্ষার পাশাপাশি তিনি স্বাস্থ্য, অর্থনীতি, বৃক্ষরোপণসহ নানাবিধ বিষয় যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন তার জাতি গঠনে ব্যাপক ভূমিকা রেখেছিল।
জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহওনেয়াজ ইমরান, নগর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ কায়সার, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন, সরকারি এম এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম প্রমুখ।