নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শার নিজামপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান হয়েছে। ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। নিজামপুর হাই স্কুল মাঠে ইফতার ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি সভাপতি জয়নাল আবেদীন।
প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে আমরা আজ স্বাধীনতা পেতাম না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাত ধরে বাংলাদেশে খাল খনন এর মাধ্যমে কৃষকদের মাঝে যে কৃষি বিপ্লব শুরু হয়েছে তার সুফল পাচ্ছেন এখন চাষিরা। বছরে তিনটি করে ধানের বাম্পার ফলন ঘরে তুলে অব্যাহতভাবে লাভবান হচ্ছেন। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে বিএনপিকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে এবং তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে দেখতে চাইলে আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দল শার্শার আহ্বায়ক রাকিবুল হাসান রিপন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সহ সম্পাদক আতাউর রহমান আতা, বিএনপি নেতা জয়নাল আবেদীন মন্টু, মশিয়ার রহমান, আবুল কালাম, আসাদুজ্জামান মিঠু, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, আলমগীর কবির, কৃষক দলের নেতা আলমগীর হোসেন টিপু, মৎস্য জীবী দলের যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান তুহিন, যুবদল নেতা ফারুক হোসেন, ছাত্রদল নেতা বিপ্লব হোসেন, হাবিবুর রহমান, মোহাম্মদ আলী, সুজন, মিকাইল হোসেন, তবিবুর রহমান।
আরো উপস্থিত ছিলেন লিয়াকত হোসেন, ইসরাফিল হোসেন, আনসার আলী, শাহজালাল আগুন, এস এম আব্দুল হক, সুলতান মাস্টারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ও নিজামপুর ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।