নিজস্ব প্রতিবেদক
যশোরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এসময় তিনি বলেন, জিয়াউর রহমান দেশের কৃষক, শ্রমিক, ছাত্রজনতাকে সাথে নিয়ে নিজে অস্ত্র কাধে তুলে নিয়ে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ নামক স্বাধীন ভূ-খন্ড নিশ্চিত করেছিলেন। তিনি শিশুদের ভালো বাসতেন, তিনি বুঝতেন শিশুরাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ। এজন্য জিয়াউর রহমান তাদের মেধা বিকাশের জন্য শিশু একাডেমি প্রতিষ্ঠাতা করেছিলেন। সাংস্কৃতিক ক্ষেত্রে নতুন কুঁড়ি নামক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে মেধাবীদের তুলে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন। তিনি প্রত্যাশা করেছিলেন শিশুরা তাদের মেধা ও যোগ্যতা তাদের কর্মক্ষেত্র বেছে নেবে।
প্রতিযোগিতার আহ্বায়ক নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লক চাঁদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুুলু, মিজানুর রহমান খান, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতির রাজিদুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ। প্রতিযোগিতায় তিনটি গ্রুপে শতাধিক প্রতিযোগী অংশ নেয়।