নিজস্ব প্রতিবেদক: সচরাচর দেখা মেলে না, দুর্লভ এমন সব সংগ্রহের প্রদর্শনী। ডাকটিকিট, ভিউকার্ড, বিদেশি মুদ্রা, পত্রিকাসহ রকমারি এন্টিকসও থাকবে। হারিয়ে যাওয়া কলের গান, দুর্লভ হতে বসা হেরিকেন, হ্যাজাক, ল্যাম্প ও হুকার মত সামগ্রীরও প্রদর্শনী হবে। আজ শুক্রবার যশোরে শুরু হচ্ছে দুই দিনের শখ ও সংগ্রহ প্রদর্শনী-২০২০ শীর্ষক আয়োজন। যশোর কালেক্টরস্ সোসাইটি (জেসিএস) যশোর জিলা স্কুল ক্যাম্পাসে ব্যতিক্রমী এই কার্যক্রমের আয়োজন করেছে।
সকাল সাড়ে দশটায় যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান প্রদর্শনীর উদ্বোধন করবেন। উদ্বোধনের পর বিকেল ৬টা পর্যন্ত প্রদর্শনী চলবে। ২৫ ও ২৬ মার্চ দুই দিনব্যাপী প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। সোসাইটির ১৮ জন সদস্য তাদের সংগ্রহে থাকা হারিয়ে যাওয়া ও দুর্লভ বিভিন্ন জিনিস প্রদর্শন করবেন।
যশোর কালেক্টরস্ সোসাইটির (জেসিএস) সাধারণ সম্পাদক অলোক অধিকারী জানান, শখ মানুষের একটি মনের খোরাক। সবার মধ্যেই কিছু না কিছু শখ থাকে। সমাজের সব মানুষের মধ্যে সামাজিক ও মানবিক মূল্যবোধ বিকাশের জন্য তাদের এই আয়োজন।
এই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন জিকে এম লুৎফর রহিম। তিনি জানান, গড়গড়া, টেরাকোট ও হুকোর মত অনেক দুর্লভ সামগ্রীর প্রদর্শন হবে। এছাড়াও গ্লাস ফাইবারে তৈরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল থাকছে এই আয়োজনে।