নিজস্ব প্রতিবেদক: যশোরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয়, দলীয় এবং কালো পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, দরিদ্র ভোজ, স্বেচ্চায় রক্তদান ও কোরআন শরিফ বিতরণ।
জেলা বিএনপি, নগর, সদর উপেজলা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপিসহ তাদের অঙ্গ সংগঠনসমূহ এ সকল কর্মসূচির আয়োজন করে। বেশিরভাগ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির সমর্থকরাও এ সকল কর্মসূচিতে সম্পৃক্ত হন।
বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খাঁন, নগর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ নূর-উন-নবী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, রফিকুল ইসলাম চেীধুরী মুল্লুক চাঁদ, বিএনপি নেতা কাওছার আহমদ, রিয়াজ উদ্দিন, কাজী ফয়েজ আহমেদ প্রমুখ।