জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে হামলা চালিয়ে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গা-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান বকুলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। লাঠিসোটা ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় উথলী বাসস্ট্যান্ড মোড়ের বেশ কয়েকটি দোকানে ও পথচারীদের ওপর হামলা চালিয়ে ভাঙচুর করে। ঘটনার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় তাদের লাঠির আঘাতে আহত হয় ভ্যানচালক, দোকানদার এবং সাধারণ লোকজন। তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বেশ কয়েকজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জীবননগর থানা পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করেন দামুড়হুদা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে কর্মী-সমর্থকদের সাথে করে জীবননগরের দিক থেকে মোটরসাইকেল শোডাউন নিয়ে উথলী বাসস্ট্যান্ডে পৌঁছান নৌকার মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান বকুল। এ সময় গাড়ির হর্ন দেয়াকে কেন্দ্র করে জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়কে উথলী ইক্ষু ক্রয় কেন্দ্রের সামনে বকুলের কর্মী-সমর্থকদের সাথে একজন পিকআপ চালকের কথা কাটাকাটি হয়।
এসময় কাঁচামাল ভর্তি পিকআপের গ্লাস ভাঙচুর করে বকুলের কর্মী সমর্থকরা। পরবর্তীতে তারা আবার ওই পিকআপ ভাঙচুর করতে গেলে স্থানীয়রা প্রতিবাদ জানায়। এতে বকুলের কর্মী-সমর্থকরা আরও ক্ষিপ্ত হয়ে জনবল বাড়িয়ে উথলী বাসস্ট্যান্ডে এসে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন ও লুটপাট করে। ভাঙচুর করা হয় নাজমুল গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম হাউজ, তুষার ফাস্টফুড অ্যান্ড কফিসপ, আশানুর মোটরসাইকেল গ্যারেজ, জিয়ার চায়ের দোকান, মনুর চায়ের দোকান এবং সাহাজুলের তেলের দোকান।
নাজমুল গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম হাউজের মালিক নাজমুল হক বলেন, আমি দোকানের সাটার নামিয়ে মাগরিবের নামাজ পড়ে এসে দেখি আমার দোকানের সাটারে হাসুয়া ও চাইনিজ কুড়াল দিয়ে আঘাত ও দোকানে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। দোকানে থাকা গ্লাস সব ভেঙে চুরমার করে ফেলেছে। এতে আমি চরম ক্ষতিগ্রস্ত হয়েছি।
তুষার ফাস্টফুডের সত্ত্বাধিকারী মামুনুর রহমান তুষার বলেন, বকুলের কর্মী-সমর্থকরা আমার দোকানের সাটারে কোপ মারাসহ দোকানের মালামালের ক্ষতি সাধন করেছে। আশানুর মোটরসাইকেল গ্যারেজের মালিক আশানুর রহমান জানান, বকুলের কর্মী-সমর্থকরা অতর্কিত আমার দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এছাড়া তারা আমার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে রক্তাক্ত জখম করেছে।
তেলের দোকানদার সাহাজুল বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বকুলের লোকজন আমার দোকানে হামলা চালিয়ে ভাঙচুরসহ দোকানে থাকা কয়েকশত লিটার ডিজেল ও পেট্রোল লুটপাট করে নিয়ে গেছে। আমি একজন প্রতিবন্ধী মানুষ। আমি এখন কি করে খাবো ভেবে পাচ্ছি না। অন্যান্য দোকানদারদের ভাষ্যও একই।
উথলী বাসস্ট্যান্ড মোড়ের সাধারণ ব্যবসায়ীরা জানান, কে এমপি হলো কে মন্ত্রী হলো এটা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমরা মোড়ে ব্যাবসা করে খায়। কিন্তু আমাদের দোকানদারদের উপর এভাবে হামলা চালানো ঠিক হয়নি। আমরা এ হামলার সঠিক বিচার চাই।
এদিকে এ ঘটনার প্রতিবাদে উথলী ইউনিয়নবাসী ও উথলী বাজারের ব্যবসায়ীরা বুধবার সকালে উথলী বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সমাবেশ করেছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন, ঘটনার ব্যাপারে জীবননগর থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। একজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 
									 
					