জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মেহগনি বাগান থেকে পান্না ভাংগি নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ মে) সকালে জীবননগর সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের একটি মেহগনি বাগান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীর থেকে নাক ও একটি কান বিচ্ছিন্ন দেখা যায়।
পান্না ভাংগি (৩০) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ভাংগিপাড়ার আতিয়ার ভাংগির ছেলে। তিনি এলাকার চোরাকারবারি হিসেবে পরিচিত।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, সকালে স্থানীয়রা হরিহরনগর গ্রামের একটি মেহগনি বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ওই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, রোববার রাতের কোনো একসময় ওই যুবক মারা যায়। নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর। নাক ও একটি কান শরীর থেকে বিচ্ছিন্ন রয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।