জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে ৭ জানুয়ারির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণের সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ আরিফকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার হাসাদাহ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান। তিনি বলেন, ‘জীবননগরের হাসাদাহ বাজারে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণের সময় মো. মাসুদ আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নাশকতা মামলায় পলাতক আসামি। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মাসুদ আরিফকে আগামীকাল শনিবার আদালতে সোপর্দ করা হবে।’
এদিকে জীবননগর বাজারে ৭ জানুয়ারির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোখলেছুর রহমান রিমনের নেতৃত্ব লিফলেট বিতরণ করা হয়। আজ বিকেলে জীবননগর বাজারের বিভিন্ন দোকানি ও পথচারীর মধ্যে এই লিফলেট বিতরণ করা হয়।