কল্যাণ ডেস্ক: ‘জীবন আগের চেয়ে ক্রমশ খারাপ হচ্ছে, মানুষের এই বিশ্বাসের পেছনে প্রাথমিক কারণ হলো, পৃথিবীর সমস্যাগুলো সম্পর্কে তথ্যের প্রবাহ ক্রমাগত উন্নত হয়েছে। আজকের দিনে পৃথিবীর যেকোনো জায়গাতেই যুদ্ধ সংঘটিত হোক না কেন, আমরা এমনভাবে সেটির অভিজ্ঞতা লাভ করি, যেনো আমরা সেখানেই উপস্থিত ছিলাম বা আছি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে গেলেও জনসাধারণ সেটিকে দেখতে পেত মুভি থিয়েটারের নিউজরিল হিসেবে, যুদ্ধ শেষ হয়ে যাবার অনেক সপ্তাহ পরে।
প্রথম বিশ্বযুদ্ধের সময়ে কেবলমাত্র কিছুসংখ্যক অভিজাত মানুষ খবরের কাগজ হতে সংঘর্ষ বা সংঘর্ষের অগ্রগতি সম্পর্কে জানতে পারত (তাও ছবি ছাড়া)।
উনবিংশ শতাব্দীতে নিয়মিত সংবাদে প্রবেশাধিকার কারো জন্যই ছিল না।’