ক্রীড়া ডেস্ক:
উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডেই ফুটবলপ্রেমীরা এক অবিস্মরণীয় গোল উৎসবের সাক্ষী হলো। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তুরিনে অনুষ্ঠিত ম্যাচে জুভেন্টাস ও বরুশিয়া ডর্টমুন্ড ৪-৪ গোলে ড্র করেছে। ডর্টমুন্ডের জয় যখন প্রায় নিশ্চিত মনে হচ্ছিল, ঠিক তখনই জুভেন্টাসের নাটকীয় প্রত্যাবর্তন সবাইকে হতবাক করে দেয়।
ম্যাচের নায়ক হন জুভেন্টাসের সার্বিয়ান ফরোয়ার্ড দুসান ভ্লাহোভিচ, যাকে ক্লাব গ্রীষ্মে বিক্রি করতে চেয়েছিল। বদলি হিসেবে নেমে তিনি দুটি গোল করেন এবং লয়েড কেলির গোলে সহায়তাও দেন। ভ্লাহোভিচের এই অবিশ্বাস্য খেলা জুভেন্টাসকে ২-০ হারের পরিস্থিতি থেকে বাঁচিয়ে ৪-৪ সমতা আনে।
ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালায়। ৫২ মিনিটে ডর্টমুন্ডের করিম আদেয়েমি বক্সের বাইরে থেকে প্রথম গোল করেন। এরপর জুভেন্টাসের তরুণ তারকা কেনান ইলদিজ সমতা ফেরান। কিন্তু মাত্র এক মিনিটের মধ্যে আবার আদেয়েমি ও ফেলিক্স এনমেচার গোলে ডর্টমুন্ড এগিয়ে যায়।
৬৭ মিনিটে ভ্লাহোভিচ প্রথম গোল করেন, এরপর ডর্টমুন্ড আবারও এগিয়ে যায় ইয়ান কৌটো ও বেনসেবাইনি-এর গোল দিয়ে। শেষ মুহূর্তে পিয়ের কালুলুর ক্রস থেকে ভ্লাহোভিচ ৯০+৪ মিনিটে গোল করেন এবং ৯৬তম মিনিটে কেলির গোলে ম্যাচ শেষ হয় ৪-৪ সমতায়।
দুই দলের এমন গোল উৎসব চ্যাম্পিয়ন্স লিগে সপ্তমবার ঘটেছে, যেখানে উভয় দলই অন্তত চারটি করে গোল করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, শীর্ষ আটটি দল সরাসরি শেষ ষোলোতে যাবে। পরবর্তী ১৬টি দল দুই লেগের প্লে-অফ খেলবে, যেখানে আরও আটটি দল শেষ ষোলোতে সুযোগ পাবে।