নিজস্ব প্রতিবেদক
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের যুবক এনাম সিদ্দিকীর (৩০) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল এনামের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এনামের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে তারেক রহমানের পক্ষ থেকে এনামের চিকিৎসার সব দায়িত্ব নেওয়া হবে।’ তিনি এনামের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বিএনপি নেতা মিজানুর রহমান খান, বিএনপি নেতা গোলাম রেজা দুলু,বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু,শহিদুল বারী রবু , সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদার খান, সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, জেলা যুবদলের সভাপতি আনছারুল হল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনে অংশ নেওয়ার পর ঢাকার উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হন এনাম সিদ্দিকী। তার মাথায় গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন।
এনাম ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।