নিজস্ব প্রতিবেদক: যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিককে বিদায় সংবর্ধনা দিয়েছে আইনজীবী সমিতি।
সোমবার আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপত্বিত করেন সমিতির সভাপতি শরীফ নূর মোহাম্মদ আলী রেজা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন।
বক্তব্য রাখেন বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবীর, স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সামছুল হক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর, সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম,
এটিএম এনামুল হক, গাজী এনামুল হক, সাবেক পিপি রফিকুল ইসলাম পিটু, সাবেক জিপি সোহেল শামীম, মোক্তাদিরুল হক মুক্তা প্রমুখ।
বক্তারা বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজের যশোরের কর্মময় জীবনের স্মৃতিচারণ, দীর্ঘায়ু ও সুসাস্থ্য কামনা করেন।
যশোর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী জেলা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।