বিনোদন ডেস্ক
কাজ দিয়ে বলিউডে জায়গা পাকা করে নিয়েছিলেন সুশান্ত সিংহ রাজপুত। কিন্তু জীবনের তাল কেটে যায় বহুল জনপ্রিয় হওয়ার পর। ভালোবেসেছিলেন রিয়া চক্রবর্তীকে। সুশান্তের হঠাৎ মৃত্যুতে অভিযোগের আঙ্গুল ওঠে প্রেমিকার দিকেই। তারই প্রেক্ষিতে জেলে কাটাতে হয় রিয়াকে। জেল জীবনের কাহিনী বললেন রিয়া।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর রিয়ার নামে অভিযোগ করেন সুশান্তের বাবা। প্রায় দুমাস মুম্বাইয়ের বাইকুল্লা জেলে বন্দি ছিলেন রিয়া। একা রিয়া নন, তার ভাই শোইক চক্রবর্তীকেও জেলে কাটাতে হয়। জেলে কাটানো জীবনের কথা বললেন ভারতীয় লেখক চেতন ভগতকে।
করোনা মহামারী তখন তুঙ্গে। চলছে লকডাউন। করোনাকালে জেলবন্দি হওয়ায় প্রায় ১৪ দিন একা একটা কক্ষে থাকতে দেয়া হয় রিয়াকে। খাবার বলতে শুধু রুটি আর ক্যাপসিকাম।
অভিনেত্রী বলেন, ‘করোনাকালের নির্দিষ্ট নিয়মের জন্যই ১৪ দিন জেলের একটা ঘরে সম্পূর্ণ একা রাখা হয় তাকে। আমাকে জিজ্ঞেস করা হতো দুপুরে খাব কি না। আমার খুব ক্ষুধা পেত এবং ক্লান্ত থাকতাম, তাই যা দেয়া হতো তাই খেয়ে নিতাম। সেই সময় আমাকে রুটি আর ক্যাপসিকাম খেতে দেয়া হত। সেটা তরকারির মতো ছিল না, ছিল কেবলই ক্যাপসিকাম আর পানি।’
জেলে কাটানো সময়ে নিজেকে ভাগ্যবানও মনে করেছেন রিয়া। সেখানে অনেকের পরিবারের সামর্থ্য নেই ৫ হাজার কিংবা ১০ হাজার টাকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যাবে। রিয়া ভাবেন, তার তো তাও একটি পরিবার এবং বন্ধুরা আছে। এক্ষেত্রে তার নিজেকে ভাগ্যবান মনে হতো।
তাছাড়া জেলে অনেক বেশি মানসিক অত্যাচার সহ্য করতে হয়েছে তাকে। সেখানকার নোংরা টয়লেট, বাথরুম দিনের পর দিন তাকে ব্যবহার করতে হয়েছে।