ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ফুটবলে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। এক ম্যাচ বিরতির পর আবারও এমএলএসে জোড়া গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা, আর সেইসঙ্গে ভাঙলেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের এক রেকর্ড।
রোববার (২০ জুলাই) নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেসি। প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দেয়া ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি একটি গোলে অ্যাসিস্টও করেছেন তিনি। এ জোড়া গোলেই রোনালদোর নন-পেনাল্টি গোলের রেকর্ড ভেঙে ফেলেন মেসি।
রোনালদোর ৯৩৮ গোলের ৭৬৩টি ছিল নন-পেনাল্টি, যা ছিল একটি রেকর্ড। আজকের ম্যাচে জোড়া গোল করে রোনালদোকে ছাড়িয়ে মেসির গোলসংখ্যা এখন ৭৬৪। আর ক্যারিয়ার গোলসংখ্যা ৮৭৪। উল্লেখযোগ্যভাবে, মেসি এই কীর্তি গড়েছেন রোনালদোর চেয়ে ১৬৭ ম্যাচ কম খেলে।
অথচ ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও মেসির ম্যাজিকে ঘুরে দাঁড়ায় ইন্টার মায়ামি। ম্যাচের ১৪ মিনিটে রেড বুলস এগিয়ে গেলেও, ২৪ মিনিটে মেসির দুর্দান্ত অ্যাসিস্টে গোল করে সমতা ফেরান জর্দি আলবা। এরপর তেলাসকো সেগোভিয়ার জোড়া গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।
বিরতির পর শুরু হয় মেসির একক প্রদর্শনী। ৬০ মিনিটে সার্জিও বুসকেটসের চমৎকার পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। ৭৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের বড় জয় নিশ্চিত করেন তিনি।
এই ম্যাচ দিয়েই মেসি আরও একটি অবিশ্বাস্য কীর্তিতে নাম লেখালেন। ২০০৭ সাল থেকে টানা ১৯টি পঞ্জিকাবর্ষে ৩০ বা তার বেশি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি (গোল বা অ্যাসিস্ট)। এই ধারা শুরু হয়েছিল বার্সেলোনার হয়ে, অব্যাহত রয়েছে পিএসজি ও ইন্টার মায়ামিতে।
এ জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ২১ ম্যাচে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। তবে মায়ামির থেকে এগিয়ে থাকা চার দলই খেলেছে ২৪টি করে ম্যাচ। শীর্ষে রয়েছে ন্যাশভিল, ৪৭ পয়েন্ট নিয়ে।
মেসির এমন দুরন্ত ফর্মে ইন্টার মায়ামির শিরোপা স্বপ্ন এখন আরও জোরালো হয়ে উঠেছে।