কল্যাণ ডেস্ক
বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন অব্যাহত রয়েছে। শুক্রবার এ তেলের দাম কমেছে ১ ডলারের বেশি। এ নিয়ে দাম কমলো টানা দুই সপ্তাহ।
গত সপ্তাহে তেল উত্তোলন আরো কমানোর ঘোষণা দেয় বিশ্বের শীর্ষ রফতানিকারক সৌদি আরব। এরপর চীনের অর্থনৈতিক তথ্য প্রকাশিত হয়। এতে দেখা যায়, প্রত্যাশা অনুযায়ী আগামীতে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি নাও পেতে পারে।
এ প্রেক্ষাপটে গত শুক্রবার কার্যদিবস শেষে আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ ডলার ১৭ সেন্ট বা ১ দশমিক ৫ শতাংশ। প্রতি ব্যারেলের দাম স্থির হয়েছে ৭৪ ডলার ৭৯ সেন্টে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দর নিম্নমুখী হয়েছে ১ ডলার ১২ সেন্ট বা ১ দশমিক ৬ শতাংশ। ব্যারেলপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ৭০ ডলার ১৭ সেন্টে।
আগের কার্যদিবসে উভয় বেঞ্চমার্ক দাম হারিয়েছে ৩ ডলারেরও বেশি। এরই মধ্যে জানা গেছে, শিগগিরই যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু চুক্তি হতে পারে। ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ আরও বাড়বে। এতে জ্বালানি পণ্যটির দরপতন ঘটেছে।
ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সৌদির উৎপাদন হ্রাসের ঘোষণার পর যা বেড়েছিল। তবে যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তি নিয়ে সম্ভাবনা জাগার পর কমে যায়।
আরও পড়ুন: ৩২ মাসের মধ্যে সবচেয়ে কম এলসি খোলা হয়েছে এপ্রিলে
১ Comment
Pingback: বাংলাদেশকে ৪০ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে এডিবি