রাজগঞ্জ প্রতিনিধি
মণিরামপুর উপজেলার রাজগঞ্জ নেংগুড়াহাট এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিতে। আম, কাঁঠাল, কলাসহ বিভিন্ন উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও কোথাও প্রচন্ড ঝড়ো বৃষ্টিতে ঘর-বাড়ির ক্ষতি হয়েছে। উড়ে গেছে টিনের চালা।
শুক্রবার সন্ধ্যার ঝড়ে নেংগুড়াহাটের আমতলা মোড়ে ব্যান্ডার মুখলের বাড়ির রাজশাহী ফজলি আম গাছটি পড়ে গেছে। প্রায় আধা ঘণ্টার ঝড়ো বৃষ্টিতে আম, কাঁঠাল, কলাসহ শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। নেংগুড়াহাট,রাজগঞ্জ আশপাশের বেশ কয়েকটি গ্রামের অনেক জমির অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিরা বলেন,এই কালবৈশাখী ঝড়বৃষ্টিতে অনেক আম কাঁঠাল এখন মাটিতে হেলে পড়েছে। হায়াতপুর, শাহাপুর গ্রামের আম চাষি মুকুল হোসেন বলেন, আমার আমবাগানের অধিকাংশ আম ঝরে পড়ে গেছে। এছাড়াও শিলার আঘাতে গাছে থাকা আমে স্পট পড়ে গেছে। উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের কৃষি উপসহকারী মারুফুল হক ও হাবিবুর রহমান বলেন, কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি বেশি হয়েছে। আর তাতে আমের বেশি ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।