শাহিনুর রহমান, ঝাঁপা: যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের আমন চাষিদের এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কারেন্ট পোকা। এ অঞ্চলের বেশ কয়েকটি মাঠে এই পোকার আক্রমণে বিঘা বিঘা জমির পাকা আমন ধান নষ্ট হচ্ছে।
চাষিদের বক্তব্য, কোনো ভাবেই ঠেকানো যাচ্ছে না কারেন্ট পোকার হানা। আক্রমণ ঠেকাতে চাষিরা পাকা ধানে কীটনাশক প্রয়োগ করছেন। এতে করে যেসব চাষিদের ধানে কারেন্ট পোকা লেগেছে সেই চাষিরা আদৌ ফসল ঘরে তুলতে পারবেন কি না তা নিয়ে রয়েছেন সংশয়ে। এ যেনো ‘পাকা ধানে মই’ দেয়ার মতো পরিস্থিতি।
উপজেলার হরিহরনগর, মদনপুর, শৈলি, ঝাঁপা, হানুয়ার, খালিয়া, মোবারকপুর অধিকাংশ মাঠে কারেন্ট পোকা হানা দিয়েছে। এর মধ্যে হরিহরনগর ইউনিয়নের কয়েকটি মাঠে প্রকোপ বেশি। চাষিরা জানিয়েছেন এমন পরিস্থিতিতে এখনো কোনো কৃষি কর্মকর্তারা মাঠে আসেননি।
ঝাঁপা ইউনিয়নের ঝাঁপা গ্রামের চাষি শুকচান মোড়ল জানান, পাকা ধানে কারেন্ট পোকা যে জমিতে হানা দিচ্ছে, সেই জমির সব ধান রাতারাতি খাওয়া শেষ। চাষি রায়হান বলেন, এই পোকাগুলো ছোট্ট ছোট্ট। জমিতে গেলে পোকার উপস্থিতি বোঝা যায়। কীটনাশক প্রয়োগ করে খুব একটা লাভ হচ্ছে না। খুব অল্প সময়ের মধ্যে পাকা ধান খেয়ে ফেলছে পোকা।
কয়েকজন চাষি বলেন, কারেন্ট পোকা বেশি হানা দিয়েছে স্বর্ণ প্রজাতির ধানে। এই প্রজাতির ধান যে মাঠে বেশি সেখানেই পোকার আক্রমণ বেশি। স্থানীয় কৃষি দফতর বলছে, এবার বৃষ্টির অপেক্ষায় থেকে থেকে চাষিরা আমন ধান একটু দেরিতে রোপণ করেছেন। ফলে ধানের ফলন আসতে দেরি হয়েছে। তবে ধানে পোকার আক্রমণ বেশি না।
আরও পড়ুন: জাদুকরের জন্মদিন আজ