ঝাঁপা (মণিরামপুর) প্রতিনিধি: প্রতিমাসে হাজারে ২০০ টাকা সুদ। এই হারেই সুদ আদায় করছে মণিরামপুর উপজেলার ঝাঁপা বাজারের সুদে কারবারিরা। সুদের টাকা সময়মত দিতে ব্যর্থ হলেই, শুরু হয় নানা অত্যাচার। এই সুদখোরদের কাছে জিম্মি হয়ে রয়েছে ঝাঁপা গ্রামের অসহায় সাধারণ মানুষ। স্থানীয় জনপ্রতিনিধি ও মাতব্বররা এই সুদের ব্যবসায়ীদের কাছ চুক্তিতে হিসসা নিয়ে তাদের পক্ষে অবস্থান নেয় ।
ঝাঁপার সুদে ব্যবসায়ীরা বেপরোয়া। প্রতি হাজারে, প্রতি মাসে ২০০ টাকা করে সুদ নেয়। অসহায় মানুষেরা যখন বিপদে পড়ে, সেই সুযোগ কাজে লাগায় ঝাঁপার তারা। ঝাঁপা বাজারসহ এ এলাকার শতাধিক মানুষ সুদের ব্যবসার সাথে জড়িত।
সুদে ব্যবসায়ীরা সিকিউরিটি হিসেবে ঋণগ্রহীতাদের কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে টাকা দেয়।
সম্প্রতি ঝাঁপা বাজারের এক ব্যবসায়ী স্থানীয় দুইজন সুদখোরের কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে কিছু টাকা নেন। সেই টাকার সুদ সময়মত দিতে ব্যর্থ হন ওই ব্যবসায়ী। পরে ওই ফাঁকা স্ট্যাম্পে তাদের ইচ্ছামত কথা লিখে দোকান দখল করে নেয়। এছাড়া এক যুবককে ধরে নিয়ে যেয়ে শিকল দিয়ে বেঁধে রাতভর নির্যাতন করে। এরকম বহু অভিযোগ রয়েছে।