নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের মোহাম্মদপুর মোড় থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত চার দিন ধরে অসুস্থ অবস্থায় স্থানীয় তৌহিদুজ্জামানের ফার্মেসির সামনে অবস্থান করছিলেন।
বুধবার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু ঘটে। স্থানীয়রা জানান, বর্ষাকালে আশ্রয়ের জন্য তিনি ফার্মেসির সামনে আশ্রয় নিয়েছিলেন। মানবিকতার দৃষ্টিকোণ থেকে বাজারের কিছু মানুষ তাকে খাবার ও প্রাথমিক সেবা দিয়ে সহায়তা করে আসছিলেন। মৃত্যুর পর এলাকাবাসী নিজ উদ্যোগে মরদেহ গোসল করান।
লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।
