নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
বিদেশের মাটিতে বসে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা প্রচারকারী ডিজিটাল সন্ত্রাসীদের বিরুদ্ধে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রবাসে বসে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নামে নিজেদের ফেজবুক আইডি থেকে বিএনপি-জামায়াতের দালালেরা বাংলাদেশ, আওয়ামী লীগ, বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানান মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং পলাতক তারেক রহমানের সহযোগিতায় সরকার উৎথাতের চক্রান্তে লিপ্ত আছে। এসমস্ত চক্রান্তকারীদের মধ্যে অন্যতম ফ্রাঞ্চে পলাতক রাষ্ট্রদ্রোহী পিনাকী ভট্টাচার্য্য, আমেরিকায় পলাতক সাংবাদিক ইলিয়াজ হোসেন ও কনক সরোয়ার। এছাড়াও যুক্তরাজ্যের লন্ডনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে যুক্ত হয়ে ওসমান গণি, রোকতা হাসান, বেলাল আহমেদ রনি, শাহিন আহম্মদসহ অনেক বাংলাদেশী জড়িত।
বক্তরা বলেন, শেখ হাসিনার কল্যাণে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিদেশের মাটিতে দেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে এই ডিজিটাল সন্ত্রাসীরা। যা দেশদ্রোহী বা রাষ্ট্রদ্রোহীতার সমান। ফলে অতি দ্রুত এদের দেশের মাটিতে এনে আইনের আওত্তায় সর্বোচ্চ শাস্তির দাবী জানান নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম দিরাজ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, শংকরপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক নুরুল হক গাজী, সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, হুমায়ূন কবীর, যুবলীগ নেতা তারিফ বিশ্বাস, নির্বাসখোলা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান শহিদ, ছাত্রলীগ নেতা সাইফ হোসেন পান্ত, রাকিব হোসেন, রাসেল কবীর, মামুন হোসেন, সৌরভ হোসেন প্রমুখ।