নিজস্ব প্রেিতেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকারের ‘চায়না দুয়ারি’ নিষিদ্ধ ৩০০ মিটার জাল উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে নদের কৃষ্ণনগর হবুল ঘাট ও ধোপাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। পরে নিষিদ্ধ এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম কেএম মামুনুর রশীদ। উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ বলেন, অবৈধভাবে মাছ নিধনের খবর পেয়ে কৃষ্ণনগর হবুল ঘাট ও ধোপাপাড়া এলাকায় কপোতাক্ষ নদে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ চায়না দুয়ারি ১০টি জাল জব্দ করা হয় এবং সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ঘটনাস্থলে কোনো আসামিকে পাওয়া যায়নি।