নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় ইজিবাইকের ধাক্কায় শিশু মাহিম হোসেন (৩) নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর পিতা মালেশিয়া প্রবাসী আলামিন হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহিম রাস্তার ওপর খেলা করার সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে শিশু মাহিম হোসেনের বুকে ও মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে যশোর সদর হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে ফাহিম হোসেন (৩) মারা যায়। নিহত শিশুর পিতা মালেশিয়া প্রবাসী আলামিন হোসেন মির্জাপুর গ্রামের বাসিন্দা।
ইজিবাইক চালক চাঁপাতলা গ্রামের রবিউল হোসেনের ছেলে বিপুল হোসেন (৩০) বর্তমানে ইজিবাইকসহ পলাতক আছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া বলেন, ঘটনাটি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।