নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলায় এবছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে নিজ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট সাহিত্যিক হোসেন উদ্দিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শহিদুল আলম এনডিসি।
সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি শহিদুল আলম বলেন, জীবনে বহুমাতৃকতা আনতে হবে। জীবনে বহু লক্ষ্য রয়েছে। একটা না পেলে হতাশ হওয়া যাবে না। হাজারো পথ খোলা রয়েছে। লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। তাহলেই জীবন সার্থক হবে।
তিনি আরও বলেন, বিখ্যাত মানুষদের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। পৃথিবীর অনেক মানুষের জীবনে প্রতিবন্ধকতা ছিল। কিন্তু কোন বাধা তাদের প্রতিভা আটকাতে পারেনি। তারা অদম্য প্রচেষ্টায় আলোকিত হয়েছেন। তাদের জীবন, সংগ্রাম ও আদর্শের আলোকে নিজেকে গড়তে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন এবং এ্যাগ্রো প্রডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল হক, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, রাইটস যশোরে নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। স্বাগত বক্তব্য দেন আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা আশরাফ হোসেন।