নিজস্ব প্রতিবেদক
শনিবার বিকেলে যশোরের ঝিকরগাছায় ইজিবাইক চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতার ধাওয়ায় ধরা পড়েছে চোর জনি হোসেন (২৫)। ঘটনাটি ঘটেছে নাভারণের ঢাকা পাড়া রোডে। জনতা চোরকে আটক করে পুলিশে দিয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত আটটা) ঝিকরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছিল।
শনিবার রাত ৮ টায় ঝিকরগাছা থানার ডিউটি অফিসার এসআই সুব্রত জানান, বিকেলে নাভারণ এলাকার স্থানীয় জনগণ ঢাকা পড়ার রোডে ধাওয়া করে ইজিবাইক চোর জনি হোসেনকে (২৫) আটক করে। আটকের পর তাকে পুলিশে দেয়া হয়েছে। উদ্ধার হওয়া ইজিবাইকটি বেনাপোলের নেদা হোসেনের বলে পুলিশ জানিয়েছে। কর্তব্যরত ডিউটি অফিসার জানান এখনো (রাত আটটা পর্যন্ত) মামলা রেকর্ড হয়নি। মামলার প্রস্তুতি চলছে।