নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
কর্মেক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয়ভাবে পুরস্কারপ্রাপ্তদের নিয়ে যশোরের ঝিকরগাছায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিষদ গঠন করা হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় স্পার্ক রেস্টুরেন্টে এক সভায় এই কমিটি গঠন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় সাত সদস্য বিশিষ্ট কমিটিতে সর্বসম্মতিক্রমে আব্দুর রহিমকে সভাপতি, আব্দুল্লাহ আল সাঈদকে সাধারণ সম্পাদক ও আইয়ুব হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আলী হোসেন সহসভাপতি, মেঘনা এমদাদ যুগ্ম সম্পাদক, নাসরিন সুলতানা দপ্তর সম্পাদক, আব্দুর রশিদ কোষাধ্যক্ষ, মোকাররম হোসেন ও এম আর মাসুদ সদস্য নির্বাচিত হয়। বরেণ্য সাহিত্যিক হোসেনউদ্দিন হোসেন ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীকে উপদেষ্টা করা হয়। সভায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত মরহুম আনোয়ারুল ইসলামের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ।

 
									 
					