নিজস্ব প্রতিবেদক
যশোর-বেনাপোল মহাসড়কে ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আলমগীর হোসেন (৩০) নামে ওপার এক যুবক মারাত্মক আহত হয়েছেন। বুধবার রাত ৯ টার দিকে মহাসড়কের ঝিকরগাছার বেনেয়ালী ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বিল্লাল ও আহত আলমগীর শার্শার জামতলা টেংরা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, নিহত বিল্লাল ও আলমগীর মোটরসাইকেল (নং ১৪-১২৫৮) যোগে নিজ এলাকা থেকে যশোর শহরের গিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালি বাজার সংলগ্ন ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তারা পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা ও ঝিকরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, হাসপাতালে আনার আগেই বিল্লালের মৃত্যু হয় এবং আলমগীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করেছেন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত দাস জানান, সড়ক দুর্ঘটনায় বিল্লাল নামে একজনের মৃত্যু হয়েছে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবিষয়ে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, পুলিশের একাধিক টিম কাজ করছে, ঘাতক ট্রাকটিকে সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।