নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছার কুলিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ নিয়ন্ত্রণে সচেতনমূলক কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কমর্সূচি পালন করা হয়। মাদরাসার হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার। তিনি বলেন, বিদ্যালয়-মাদরাসাসহ সকল বাড়ির আঙিনা পরিষ্কার-পরিছন্নতা রাখতে। কোনো অবস্থায় যেনো তিনদিন পানি জমে থেকে মশার উৎপত্তি না হয়। সচেতনতায় ডেঙ্গু থেকে দূরে থাকার উপায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, রঘুনাথনগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল ওহাব ও নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস। মাদরাসার সুপার আব্দুল জব্বার আজাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক এম আর মাসুদ, শিক্ষার্থী মুন্নী খাতুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার শিক্ষক মিজানুর রহমান। পরে ছাত্রছাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
