নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় মল্লিকপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্কুল কক্ষে ঈদ সামগ্রী বিতরণ করে আশরাফ ওয়েল ফেয়ার।
ঈদ উপহার সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার সালাউদ্দিন আহম্মেদ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শফিয়ার রহমান, আশরাফ ওয়েল ফেয়ার সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফ হোসেন স্বপন, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি, সম্মিলনী মহিলা কলেজের অধ্যাপক মাওলানা কাজী ইদ্রিস আলী। এ সময় বক্তব্য দেন নারী ইউপি সদস্য মনিরা বেগম, মল্লিকপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মারুফ বিল্লাহ, শিক্ষক জেসমিন সুলতানা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ইয়ার হোসেন সোহান প্রমুখ।
আলোচনা শেষে বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থীর পরিবারের জন্য সেমাই, চিনি, দুধ, লবন, বাদাম, মসলাসহ বিভিন্ন প্রকার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, যশোর-বেনাপোল মহাসড়ক ও খুলনা-বেনাপোল রেল সড়ক পার হয়ে শিশুরা স্কুলে যেতে না পারায় ঝিকরগাছা সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের নারী উদ্যোক্তা জেসমিন সুলতানা নিজ উদ্যোগে ২০১৮ সাল থেকে প্রাক-প্রাথমিক বিদ্যালয় খুলে কোমলমতি শিশুদের বিনা বেতনে পড়াচ্ছেন বলে জানা গেছে।