নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছা বাজারে দিনু বাবুর মোড়ে ব্যবসায়ী গিয়াস উদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত রোববার বেলা সাড়ে এগারোটার দিকে এই চুরি হয়। অজ্ঞাত চোরেরা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকাসহ মালামাল নিয়ে গেছে।
বাজারের পুরাতন আদ-দ্বীন রোডের দিনু বাবুর মোড় এলাকায় ওই বাড়িতে ২ জন চোর ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ড্রেসিং টেবিল ও আলমারির তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।
গিয়াস উদ্দিন বলেন, বেলা সাড়ে এগারোটার দিকে আমার স্ত্রী পানি আনতে বিল্ডিংয়ের নিচে গিয়েছিল। ২০-২৫ মিনিট পরে যখন বিল্ডিংয়ে ওঠে তখন সিঁড়ির মধ্যে অপরিচিত দুইজন লোককে নেমে যেতে দেখে কোথায় গিয়েছিলেন জিজ্ঞাসা করলে, তারা বলে ছাদের উপরে গিয়েছিলাম। পরে দেখে ঘরের দরজা, ড্রেসিং টেবিল ও আলমারির তালা ভেঙ্গে সব নিয়ে গেছে। তিনি আরও বলেন, বাড়িতে থাকা ১০ ভরির স্বর্ণালংকার যার বর্তমান দাম প্রায় ৯ লাখ টাকা, নগদ এক লাখ টাকা ও বেশ কিছু কাপড়চোপড় নিয়ে গেছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, চোর আটক ও মালামাল উদ্ধারের জন্য অভিযান চলছে।