নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে যশোরের ঝিকরগাছায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্যাংক, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের সার্বিক সহযোগিতায় যশোরের ঝিকরগাছা উপজেলার ঐতিহ্যবাহী বি এম (বদরুউদ্দীন মুসলিম) হাই স্কুলে দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ১০৫ জন প্রিজাইডিং অফিসার ৫৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ১৯৪ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করবেন। ২৭ জন প্রশিক্ষক এ কার্যক্রমে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেবেন। শুক্রবার ও শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে।
শুক্রবার সকালে প্রশিক্ষণকালীন সময়ে প্রথম দিনে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশিদ, নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ, ঝিকরগাছা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম আলী এবং ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ প্রমূখ।
ঝিকরগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ জানান, দ্বাদশ সংসদ নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রিজাইডিং অফিসার ১০৫ জন, সহকারী প্রিজাইনিং অফিসার ৫৯৭ জন এবং পোলিং অফিসার ১ হাজার ১৯৪ জন প্রশিক্ষণ গ্রহণ করছেন। প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্য থেকে বিভিন্ন কারণে ১০ শতাংশ বাদ দেয়া হবে। শুক্রবার এবং শনিবার ২ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।