ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় দুই দিন ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড ও অষ্টম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার মুক্তমঞ্চে এ মেলার আয়োজন করা হয়। উপজেলার ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রকল্প উপস্থাপন এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা। অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান।

বিজ্ঞান মেলায় বিভিন্ন ধরনের প্রকল্প উপস্থাপন করে সরকারি এম এল হাইস্কুল, বি এম হাই স্কুল, পাইলট বালিকা বিদ্যালয়, সম্মিলনী বালিকা বিদ্যালয়, পারবাজার হাই স্কুল, রঘুনাথ নগর স্কুল এবং আকিজ স্কুল। এছাড়া আকিজ কলেজিয়েট স্কুল, শিমুলিয়া কলেজ, গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজ এবং সম্মেলনী কলেজ প্রকল্প উপস্থাপন করে। বিজ্ঞান অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাঁকড়া ডিগ্রী কলেজ, ঝিকরগাছা মহিলা কলেজ এবং শিমুলিয়া কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।
আগামীকাল মঙ্গলবার বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করবে। বিজ্ঞান মেলার সমাপনী আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
