নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘে উদযাপনে সহায়তার লক্ষ্যে যশোরের ঝিকরগাছায় বিএনপি ও জামায়াতের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন ও পূজামন্দিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শিমুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান আলীর সভাপতিত্বে পাল্লা হাইস্কুল মাঠে, আসরবাদ উপজেলা জামায়াতে ইসলামী ও মাগরিববাদ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ পারবাজার শিব মন্দিরে অনুষ্ঠিত পৃথক প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেরা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারী।
বিএনপির পৃথক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমরান হাসান সামাদ নিপুণ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মোহাম্মদ শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য গোলাম কাদের বাবলু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশা, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহীন আলম বিপ্লব প্রমুখ।
অপরদিকে শুক্রবার আসরবাদ উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ বারোয়ারী পূজামন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারীর সভাপতিত্বে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর পশ্চিম শাখার সাবেক সেক্রেটারি মাওলানা আরশাদুল আলম। উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম আলী, উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক হারুণ অর রশীদ, সেক্রেটারি মাওলানা আব্দুল আলীম, উপজেলা কর্মপরিষদ সদস্য শেখ আব্দুর রকিম, আবিদুর রহমান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিনাল কান্তিসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।