নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় নাতজামাই মোহন মোল্লা ও তার সহযোগীদের ছুরিকাঘাতে মহিউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শ্বাশুড়িসহ আরও চারজন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার নীলকণ্ঠনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিনের স্বজনরা জানান, যশোর সদর উপজেলার পালবাড়ি এলাকার মৃত শাজাহানের ছেলে মোহন মোল্লা যৌতুকের দাবিতে প্রায়ই তার স্ত্রী মিমকে শারীরিকভাবে নির্যাতন করতেন। নির্যাতনের কারণে ১৫ দিন আগে মিমকে তার মা যশোর থেকে নিয়ে এসে নিজের বাবার বাড়ি নীলকণ্ঠনগর গ্রামে রেখে যান।
ঘটনার দিন মোহন মোল্লা তার ৩-৪ সহযোগীকে নিয়ে মিমকে ফিরিয়ে নিতে গেলে তারা রাজি না হওয়ায় সংঘর্ষ বাধে। একপর্যায়ে তারা মিমের মা মুন্নি, নানা মহিউদ্দিন, নানি তাজুমা বেগম, মামাতো ভাই রফি উদ্দিন ও শফিউদ্দিনকে এলোপাতাড়ি মারপিট এবং ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় নেয়ার পথে বৃদ্ধ মহিউদ্দিন মারা যান। গ্রামবাসী মোহন মোল্লা ও তার সহযোগী আহম্মদ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, আটককৃতরা গণপিটুনির শিকার হয়েছেন এবং বর্তমানে পুলিশ হেফাজতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ
- তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
- লালমনিরহাটে শূন্য লাইন অতিক্রম, বিএসএফ সদস্য আটক !
- তারেক রহমানের ফেরা ঘিরে হাই অ্যালার্ট, সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত
- দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি
- আজই বছরের সবচেয়ে দীর্ঘ রাত
- নিরাপত্তা বলয় জোরদার : তারেক রহমানের ফ্লাইটে দুই কেবিন ক্রু প্রত্যাহার
- বিসিবির নতুন অফিস হবে খুলনায় : বুলবুল
- ঢাকা থেকে গ্রেফতার যশোর যুবলীগ নেতা ‘টাক মিলন’
