নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে বিউটি আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এঘটনায় নিহতের ভাই নাজমুল হক ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলায় উল্লেখ করা হয়, গত ১৪-১৫ বছর আগে ঝিকরগাছা বালিয়া গ্রামের শাহিন মোড়লের (৩৮) সাথে বিউটি আক্তারের (৩৫) পারিবারিকভাবে বিবাহ হয়। এ দম্পত্তির সংসারে রিয়ান হোসেন (১২) নামে পুত্র সন্তান রয়েছে। শাহিন গত ৭/৮ বছর আগে বিদেশ যান। এরপর থেকে ননদ ঝর্না খাতুন, তার স্বামী শাহ আলম, ভাসুর ফরহাদ হোসেন, হেলাল উদ্দিন ও তার ছেলে হৃদয় মিলে বিউটিকে বিভিন্ন সময়ে নির্যাতন করতো। বিউটির পিত্রালয়ের স্বজনসহ প্রবাসী স্বামীও এসব ঘটনা অবহিত। এক পর্যায়ে বিউটি ছেলে রিয়ানকে নিয়ে যশোর শহরে বাসা ভাড়া করে ৫/৬ মাস ছিলেন। পরে স্বজনদের অনুরোধে ফের শ্বশুরবাড়ি যায় বিউটি। আবারও শুরু হয় পূর্বের মতো নির্যাতন।
সর্বশেষ রমজান মাসে বিউটির ছোট ভাই মারুফুল ইসলাম (১৭) তাকে দেখতে যায়। কিন্তু মারুফের সামনেই ননদ ঝর্না খাতুন, তার স্বামী শাহ আলম, ভাসুর ফরহাদ হোসেন, হেলাল উদ্দিন ও তার ছেলে হৃদয় শারিরীকভাবে নির্যাতন করে। আর ঈদের আগের দিন ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত তারা পারিবারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিউটিকে মিথ্যা অপবাদসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করায় বিউটিকে নির্যাতন করে। এ নির্যাতন সহ্য করতে না পেরে বিউটি আক্তার বসত ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় শাড়ি পেচিয়ে আত্মত্মহত্যা করেন।
