নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে নৌকা মার্কায় ভোট চেয়েছেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। মঙ্গলবার বিকেলে ঝিকরগাছার বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা মার্কার কর্মীসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা চৌগাছা-ঝিকরগাছায় যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন। তার বিরুদ্ধে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করা উচিৎ হয়নি। সে আওয়ামী লীগ থেকে অনেক কিছু পেয়েছে। আপনারা তার মত দুষ্টু লোকের মিষ্টি কথায় ভুলবেন না। আগামী ৭ জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিবেন।
কর্মীসভায় বাঁকড়া, হাজিরবাগ, শংকরপুর ও নির্বাসখোলা ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন। কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন, নৌকা প্রতীকের প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিন। বক্তব্য দেন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, যশোর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মহিউদ্দিন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সদস্য অ্যাডভোকেট সাঈদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক আব্দুল কাদের আজাদ, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক শেখ নাসিমুল হাবীব শিপার, জেলা আওয়ামী লীগ সদস্য মোস্তফা আশিষ ইসলাম, পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ওমর শরীফ সাকি, ঝিকরগাছা পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিন্টু, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুর হাসান বরি, উপজেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশানুর রহমান। সভাপতিত্ব করেন, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম।