নিজস্ব প্রতিবেদক: ঝিকরগাছায় পত্রিকা পরিবেশকের ছেলে সূর্য চক্রবর্তী চিকিৎসক হয়ে মানবসেবা করতে চায়। সূর্য চক্রবর্তী এবারের এসএসসি পরীক্ষায় ঝিকরগাছার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বিএম হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
সে ঝিকরগাছা বাজারের এসপি পেপার হাউজের প্রোপ্রাইটর ও বিভিন্ন পত্রিকা পরিবেশক সমির চক্রবর্তী ও গৃহীনি আখি চক্রবর্তীর একমাত্র পুত্র। সূর্য চক্রবর্তী ভবিষ্যতে একজন ভালো চিকিৎসক হতে চায়। সে সকলের কাছে আশির্বাদ চেয়েছে।