ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় পূবালী ব্যাংক পিএলসি উপ-শাখার উদ্বোধন হয়েছে। সোমবার সকালে পৌর সদরের হাজী আফসার উদ্দিন মার্কেটের দ্বিতীয় তলায় এ উপশাখার উদ্বোধন করা হয়।
যশোর শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান সিহাবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন ব্যাংকটির খুলনা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক নান্না সিকদার, সহকারি মহাব্যবস্থাপক কাজী শিহাবুল ইসলাম, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত।
এছাড়াও ঝিকরগাছা পূবালী ব্যাংক উপ-শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমসহ ঝিকরগাছা বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী, সুধীজন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকটির সিনিয়র অফিসার সুস্মিতাদৌলা।