নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছা পৌর সদরের পুরাতন কলেজপাড়ায় দুই দিন পর ফের বাড়িতে চুরি হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলামের বাড়িতে এ চুরি হয়। অজ্ঞাত চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ মালামাল নিয়ে গেছে। এর আগে গত ২৯ জানুয়ারি একই সময় বাজারের পুরাতন আদ-দ্বীন রোডের দিনু বাবুর মোড় এলাকায় গিয়াস উদ্দিনের বাড়ির ঘরের দরজার তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।
ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাইস্কুলের সাবেক শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, বেলা সাড়ে এগারোটার আমরা কেউ বাসায় ছিলাম না, তখন অজ্ঞাত চোরেরা বিল্ডিংয়ে উঠে তিন তলায় আমার ও পাশের রুমের তালার হ্যাজবোল্ড ভেঙে দুই ফ্লাট থেকে নগদ ১২হাজার টাকা, কিছু স্বর্ণালংকার ও দুইটি মোবাইলসহ মালামাল নিয়ে গেছে।
সিরাজুল ইসলাম আরও বলেন, ক্লোজসার্কিট ক্যামেরায় দেখা যায়, বেলা এগারো ৩৪ মিনিটে দুইজন বিল্ডিংয়ে উঠে দুই রুমের তালার হ্যাজবোল্ড ভেঙে ঘরে ঢুকে ১৮ মিনিট পরে নেমে যায়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, চোর আটক ও মালামাল উদ্ধারের জন্য
অভিযান চলছে।