এম আর মাসুদ, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছা নারী উদ্যোক্তা সংগঠনের উদ্যোগে বউ বাজার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঝিকরগাছার কাটাখাল জাপান কমিউনিটি সেন্টারে এ বাজার বসানো হয়। দিনব্যাপী এবাজারে নারীদের ঢল নামে।
ঝিকরগাছা নারী উদ্যোক্তা সংগঠনের ৪০ জন সদস্য এবাজারে স্টল দেন। তারা সকলেই নিজদের তৈরি বিভিন্ন রকম পোশাক ও খাবার বিক্রি করেন। বউ বাজারের জলছাপ নামের ৩৮ নম্বর স্টলে দেখা গেছে সূচি ও রং তুলির শিল্প কর্মের শাড়ি, পানজাবি, শীতের চাদর, থ্রি-পিস, টু-পিচ, মাস্কসহ নানা পণ্য। তবে এ স্টলে জলছাপের মসলিন শাড়ি সকলের নজর কাড়ে।
স্টলের উদ্যোক্তা সাগরিকা খাতুন বলেন, ‘বছর তিনেক ধরে ঝিকরগাছা নারী উদ্যোক্তা সংগঠনের মাধ্যমে অনলাইন-অপলাইনে বিক্রি করতাম। বউ বাজারে এসে ব্যাপক সাড়া পেয়েছি’।
এছাড়া বউ বাজারে সূচিশিল্পীদের নকশীকাঁথা, কাপড়ে নকশা, ব্লক বাটিক, পাটপণ্য ও ওয়ালমেটের পসরা স্থান পেয়েছে। এসব নারী উদ্যোক্তারা বাড়িতে বসে হস্তশিল্পকর্মের কাজ করে বাড়তি টাকা আয় করে সংসারে সচ্ছলতা এনেছে। কেউ কেউ স্বাবলম্বীও হয়েছেন।
ঝিকরগাছা নারী উদ্যোক্তা সংগঠনের পরিচালক ইসরাত জাহান ইনা বলেন, এলাকার নারী উদ্যোক্তাদের এলাকাবাসীর সঙ্গে পরিচয় করানোর জন্যে এই বউ বাজারের আয়োজন। তবে বেচাকেনাও ব্যাপক সাড়া পেয়েছি।