নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
উৎসবমুখর পরিবেশে যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের নেতা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) ঝিকরগাছা বিএম হাই স্কুলে প্রধান তিনটি (সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক) পদে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। উপজেলার ১১টি ইউনিয়নের ৭শ ৮১জন কাউন্সিলরের মধ্যে ৭শ ৫০ গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করেন।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবিরা সুলতানা। তিনি পেয়েছেন ৪৩৭ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোর্তজা এলাহী টিপু পেয়েছেন ২৯০ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইমরান হাসান সামাদ নিপুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোরশেদ আলম পেয়েছেন ২৪৩ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী আশফাকুজ্জামান খান রনি পেয়েছেন ২২৩ ভোট। সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ ৩৬৮ ভোট ও কাজী আব্দুস সাত্তার ৩৪৩ ভোট পেয়ে নির্বাচিত। এনির্বাচনে দুইটি প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ৮ জন এবং আরেকটি প্যানেলে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিতরা সাবিরা সুলতানা প্যানেলে ছিলেন।