আবুল কালাম আজাদ, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্টে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) দুপুরে উপজেলার মাগুরা ইউনিয়নের অমৃতবাজারে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম বিকাশ কুমার রায় (৪০)। তিনি ওই গ্রামের সুনীল কুমার রায়ের ছেলে।
সুনীল রায় বলেন, আমার ছেলে বিকাশ কুমার রায় তার বাড়িতে ড্রেসিং টেবিলের কাজ করছিল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পার্থ সারথি জানান, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। তিনি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী ঘটনা নিশ্চিত করে বলেন, লাশ হাসপাতাল থেকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।