নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে চলতি বছর প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৮ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, উপাধ্যক্ষ চৌধুরী হাফিজুর রহমান, নতুনহাট পাবলিক কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন ও ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ শাহনুর কবীর।
একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি মহিউদ্দিন বিল্লাহ রুনুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ এসএম মাহবুব-উল আলম মন্টু।