নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছা জাগরণী সংসদের সাবেক সাধারণ সম্পাদক জাতীয় পুরস্কারপ্রাপ্ত মরহুম আনোয়ারুল ইসলামের পরিবারের সাথে ঈদ পূর্বক সৌজন্য দেখা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে নেতৃবৃন্দ মরহুমের পারবাজারস্থ বাসায় যান।
এসময় নেতৃবৃন্দ মরহুমের স্ত্রী ও কন্যার খোঁজখবর নেন এবং তার কন্যা আতিকা ইসলামকে ঈদ উপহার প্রদান করা হয়। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন পরিষদের সভাপতি আব্দুর রহিম, সহসভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাঈদ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন, কোষাধ্যক্ষ মাস্টার আব্দুর রশিদ ও সদস্য এম আর মাসুদ।