নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের ঝিকরগাছায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার (১৪ আগস্ট) বিকেলে ঝিকরগাছা বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিল সহকারে উপজেলা মোড়, থানা মোড় হয়ে সোনালী মার্কেট চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক নাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব প্রমুখ।
এ সময় উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) ও শুক্রবার (১৬ আগস্ট) একই স্থানে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

 
									 
					