নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় পুলিশের বিরুদ্ধে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই ব্যক্তিকে গুলি করলে জনতার বাধায় তা লক্ষ্যভ্রষ্ট হয়। মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টার দিকে শিওরদাহ বাজারে এ ঘটনা ঘটে।
আহত রিপন হোসেন উপজেলার শিওরদাহ গ্রামের মতিয়ার রহমানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত শিওরদাহ ফাঁড়ির পুলিশ কনস্টেবল রিকন হোসেনকে ক্লোজড করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী তুষার ইমরান জানান, কনস্টেবল রিকন সকালে মোটরসাইকেল মেরামত করতে শিওরদাহ বাজারের সুমনের দোকানে আসেন। সুমনের অনুপস্থিতে পাশের তরকারি বিক্রেতা রিপন ওই কনস্টেবলকে মোটরসাইকেল নাভারণে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে রিপনের ওপর লাঠি নিয়ে হামলা চালায় রিকন। একপর্যায়ে তিনি গুলি করেন। এ সময় তুষার, এসএম সরদার ও আলমগীরের বাধার মুখে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে রিকন ফাঁড়িতে চলে যান।
গ্রামপুলিশ সুকুমার দাশ জানান, ফাঁড়িতে গিয়ে অস্ত্র তাক করে রেখেছিলেন কনস্টেবল রিকন। পরে ঝিকরগাছা থানা থেকে দুজন পুলিশ আসলে তাদেরকেও গুলি করার হুমকি দেন।
শিওরদাহ গ্রামের এসএম সরদার বলেন, পুলিশ সদস্য রিকনের সঙ্গে এ এলাকার মাদকসেবীদের সঙ্গে সখ্যতা রয়েছে। প্রায়ই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন তিনি।
যশোর সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত-আল নাহিয়ান বলেন, অভিযুক্ত পুলিশ কনস্টেবল রিকন হোসেনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।