নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার রাতে যশোরের ঝিকরগাছায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ দুই গাঁজা বিক্রেতা আটক হয়েছে। সাজাপ্রাপ্ত আসামি আরশাদ আলী। অপর দুই গাঁজা বিক্রেতারা হলেন রাসেল কবির ও জাকির হোসেন। তাদের কাছ থেকে ২১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া সিআর মামলায় রত্না (৩৩) আটক হয়েছে। বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ কামরুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহিন সরদার ও এ এস আই রিয়াজুল ইসলাম সঙ্গে ফোর্সসহ আরশাদ আলীকে আটক করে। নিজ বাড়ি থেকে গ্রেফতার হওয়া আসামি শংকরপুর ইউনিয়নের মৃত জব্বার গাজীর ছেলে।
অপরদিকে ২১০ গ্রাম গাঁজাসহ দুই গাঁজা বিক্রেতাকে আটক করেছে সোমবার এবং মঙ্গলবার রাতে বরুণ হল গ্রামের আরশাদ আলীর ছেলে রাসেল কবির , নায়ড়া গ্রামের জাকির হোসেন। এদের প্রত্যেকের কাছ থেকে ১০৫ গ্রাম করে গাঁজা পাওয়া গেছে। এছাড়া সিআর মামলায় রাজবাড়ীয়া গ্রামের ইয়াকুব আলীর মেয়ে রত্মা আটক হয়েছে।
বুধবার দুপুরে বাঁকড়া পুলিশ তথ্য কেন্দ্রের অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।