নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলায় এ বছর এসএসসি, দাখিল এবং ভোকেশনাল পরীক্ষার ৩২৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এ সকল পরীক্ষার্থীরা উপজেলার সাতটি পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষার অংশ গ্রহণ করবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঝিকরগাছা সরকারি এমএল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসিতে ৬০০ জন পরীক্ষার্থী এবং ভোকেশনাল শাখার ১৫০ জন পরীক্ষার্থী, ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসিতে ৪৭০ জন, বাঁকড়া জেকে মাধ্যমিক বিদ্যালয়ের ৫৮৫ জন পরীক্ষার্থী বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ ভেনু কেন্দ্রে পরীক্ষা অংশগ্রহণ করবে। গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪৬৬ জন পরীক্ষার্থী গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ ভেন্যু কেন্দ্রে পরীক্ষা অংশগ্রহণ করবে। কায়েমকোলা আলিমুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় ও কারিগরি কলেজ এবং ভেন্যু কেন্দ্র এডাস প্রাইমারি বিদ্যালয়ে ৩৩০ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে।
এছাড়া দাখিল পরীক্ষার্থীরা ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে ৪৪২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে এবং বাঁকড়া মুকুন্দপুর আলিম মাদ্রাসার ২৭৪ জন পরীক্ষার্থী বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয়ের ভেনু কেন্দ্রে পরীক্ষা অংশগ্রহণ করবে।
ঝিকরগাছা উপজেলায় এসএসসিতে সর্বমোট ২ হাজার ৪৩১ জন পরীক্ষার্থী, মাদ্রাসা কেন্দ্রে ৭১৬ জন দাখিল পরীক্ষার্থী এবং ভোকেশনাল শাখায় ১৫০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেচ্ছে।
ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান জাহাঙ্গীর জানান, সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের ব্যাপারে যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।
পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক জানান, প্রশ্নপত্রের সংকট নেই, প্রতিটা পরীক্ষা কেন্দ্রে ট্যাগ অফিসার দেওয়া আছে, আল্লাহর রহমতে পরীক্ষা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে সম্পন্ন হবে।
আগামী ৩০ এপ্রিল দেশব্যাপী এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সর্বশেষ
- নির্বাচনের আগে ফিরে আসতেই ভারতে পলাতকদের চোরাগোপ্তা হামলা— সতর্ক করলেন প্রধান উপদেষ্টা
- কুষ্টিয়া ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা : ২ পুলিশ কর্মকর্তা নিহত, নসিমন–মোটরসাইকেল সংঘর্ষে মা-ছেলে নিহত
- যশোরে ‘অপারেশন ডেভিল হান্ট–২’ রাতভর অভিযানে আটক ১৯
- নভেম্বরে সড়ক দুর্ঘটনায় ভয়াবহ চিত্র : নিহত ৫০৭, আহত ৮৯৯
- নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান বিজয় দিবস উদযাপন
- মহান বিজয় দিবস আজ
- বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের সমাধিতে মফিকুল হাসান তৃপ্তির শ্রদ্ধা
- যশোরে পুলিশ সুপার ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা : সন্ত্রাসমুক্ত ও বাসযোগ্য শহরের অঙ্গীকার
