নিজস্ব প্রতিবেদক
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের মিশ্রীদেয়াড়া, অমৃতবাজার, পৌরসদরের বেলে বটতলা বাজারে দিনভর গনসংযোগ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম ও তার পুত্র জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলাম। গণসংযোগকালে অধ্যাপক রফিকুল ইসলাম আগামী ১৭ মে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কথা জানিয়ে তার জন্য দোয়া চান।
তিনি বলেন, ‘জননেত্রীর দুঃসাহসী সিদ্ধান্তের কারণেই আওয়ামী লীগ আজ দল হিসাবে অনেক শক্তিশালী। জননেত্রীর গতিশীল নেতৃত্বেই এগিয়ে যাচ্ছে দেশ। এসময় মন্ত্রী পুত্র মোস্তফা আশীষ ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান। এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। তার জন্য দেশের নাগরিক ও দলকে স্মার্ট করে গড়তে তুলতে হবে। এরপর পিতা-পুত্র মাগুরা ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মরহুম মোসলেম আলী মৃধা, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর সবুর বিশ্বাস ও মাগুরা ইউনিয়ের ৬নং ওয়ার্ডের মেম্বর জামাল উদ্দিনের পুত্র আবদুল্লাহ’র কবর জিয়ারত করেন এবং তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদেরকে সমবেদনা জ্ঞাপন করেন। তাদের সাথে ছিলেন মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বাহার আলী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বর হাতেম আলী, ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বর জামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক বাকিউজ্জামানসহ আব্দুস সবুর, বাবুল আক্তার, সোহাগ হোসেন, চৈতন্য, ইমান আলী ও ছাত্রলীগ নেতা আকিব বেনইয়ামিন, আশিকুর রহমান প্রমুখ।