নিজস্ব প্রতিবেদক
২৮ বোতল বিদেশি মদসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলায় থেকে আটকের পর তাদের বিরুদ্ধে থানায় মামলা দেয়া হয়েছে।
আটককৃতরা হলো, ঝিকরগাছা উপজেলার হাড়িয়া ড়েয়াড়া গ্রামের মোল্যাপাড়ার ফজলুর রহমানের দুই ছেলে স্বপন হোসেন ওরফে সুজন ও সজিব হোসেন সোহান, কবির হোসেনের ছেলে সাব্বির হােসেন সৈকত এবং কাশিপুর গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে রাহাত হোসেন রকি।
পুলিশ জানিয়েছে, এদিন সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছার পারবাজার থেকে ওই চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি ২৮ বোতল মদ। এই ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা দিয়ে এদিনই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 
									 
					