নিজস্ব প্রতিবেদক
বুধবার সকাল ১১ টায় যশোরের ঝিকরগাছা উপজেলার মোড়ে ১ টাকার বিনিময়ে ৫০ জন দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। ঝিকরগাছা ব্লাড ফাউন্ডেশন ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের আয়োজন করে। এ আয়োজনে খুশি হয়েছে দুস্থ নারী-পুরুষেরা। তাদের দাবি এ ধরনের আয়োজনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
বুধবার সকাল ১১ টায় ঝিকরগাছা উপজেলার মোড়ে ৫০ জন দুস্থ নারী পুরুষের মাঝে ১ টাকার বিনিময়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঝিকরগাছা ব্লাড ফাউন্ডেশনের সহযোগিতায় ফুড ব্যাংক ফাউন্ডেশন বিতরণ কার্যক্রম সম্পন্ন করে।বিতরণ করা ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি ৫০০ গ্রাম, ছোলা ৫০০ গ্রাম, আলু ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, সয়াবিন তেল ৫০০ গ্রাম, খেজুর ৩০০ গ্রাম। এসব পণ্যের সর্বমোট মূল্য ২৬৮ টাকা। ইফতার সামগ্রী নিতে আসা কৃষ্ণনগর গ্রামের লাইলী বেগম (৬০) জানান, “১ টাকায় এসব ইফতারী পেয়ে খুব খুশি হয়চি।”
গদখালীর প্রতিবন্ধী আব্দুল আজিজ (৫৭) কান্না কন্ঠে জানান, “আমাগের মত গরিবের জন্যি বড়লোকগের আগুয়ে আসলি আমরা বাঁইচে যাতাম।” ঝিকরগাছা ব্লাড ফাউন্ডেশনের সদস্য আল শাহরিয়া পারভেজ নিপুন জানান, আমাদের ফাউন্ডেশনের সদস্য সংখ্যা ৭০ জন। এ ৭০ জনের উদ্যোগেই আমরা বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে থাকি। রোজার মধ্যেই আমরা ঝিকরগাছা, যশোর, নাভারণ এবং পুলের হাটে বিভিন্ন দুস্থ নর নারীদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ এবং ইফতারী খাওয়ানোর ব্যবস্থা করব।
আরও পড়ুন: যশোরে অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর আটক
